স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম শফিউর রহমান ফারাবী বলে জানা গেছে।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ এলাকায় আজ সকালে অভিযান চালিয়ে শফিউর রহমান ওরফে ফারাবিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফারাবির বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা ও ব্লগার অভিজিৎ খুনের সাথে জড়িত বলে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
র্যাব-১০ এর সদস্যরা গ্রেফতারকৃত শফিউর রহমান ফারাবীকে সদরদপ্তরে নিয়ে গেছেন বলে জানা গেছে। সেখানে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে ইসলাম নিয়ে কটুক্তিকারী ও ব্লগার রাজিবসহ বিভিন্ন ব্লগারদের হুমকি প্রদান করতেন বলে অভিযোগ রয়েছে।