বাড়িব্রেকিং নিউজঅভিজিৎ হত্যার বিচারের দাবিতে ২ মার্চ ঢাবিতে ধর্মঘট

অভিজিৎ হত্যার বিচারের দাবিতে ২ মার্চ ঢাবিতে ধর্মঘট

dhabi
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২ মার্চ ছাত্র-ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক শনিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।
তিনি ঢাবি ক্যাম্পাসসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এসময় তিনি কর্মসূচি ঘোষণা করে বলেন, রবিবার সকাল থেকে কালো ব্যাজ ধারণ করা হবে। সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং মঙ্গলবার বিকাল ৩টায় শাহবাগে ছাত্র-শিক্ষক-জনতার ব্যানারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুর ১২টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, ছাত্রমৈত্রীর সভাপতি হাবিবুর রহমান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রাশেদ শাহরিয়ার প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img