বাড়িজাতীয়অভিজিৎ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করল এফবিআই

অভিজিৎ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করল এফবিআই

news_img

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দল।

শুক্রবার দুপুর দেড়টায় লেখক, ব্লগার ও বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে মাঠে ন‍ামে ৪ সদস্যের এফবিআই’র প্রতিনিধি দল।
প্রথমে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা বাংলা একাডেমিতে চলে যান। পরে তারা ‍অভিজি‍ৎ হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কৃষ্ণপদ রায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী ব্লগার অভিজিৎ রায়কে গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর এলাকায় কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img