স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ খারাপ সময়ে ঘুরপাক খাওয়া পাকিস্তান অবশেষে চলতি বিশ্বকাপে জয়ের দেখা পেল। ব্যাটিংয়ে মিসবাহ আর বোলিংয়ে ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ ইরফানের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০ রানের স্বস্তির জয় পেয়েছে পাকিস্তান। এ ম্যাচটিতে জয় বিশ্বকাপে টিকে থাকাতে পাকিস্তানের জন্যে গুরুত্বপূর্ণ ছিল।
পাকিস্তানকে ২৩৫ রানের অল্প সংগ্রহে বেঁধে দিয়েও অল্পের জন্য জয়বঞ্চিত হতে হয় জিম্বাবুয়েকে। দুই বল বাকি থাকতে ২১৫ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে রোববার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক।
কিন্তু মিসবাহর সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে জিম্বাবুয়ের বোলাররা। পাকিস্তানের দুই ওপেনারকে টেন্ডাই চাতারা ম্যাচের শুরুতেই তুলে নেন । এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান।
টপঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান। এছাড়া দায়িত্ব নিয়ে ব্যাট করে ওয়াহাব রিয়াজ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। রিয়াজের অপরাজিত ৫৪, উমর আকমলের ৩৩ আর অধিনায়ক মিসবাহর ৭৩ রানের ওপর ভর করে পাকিস্তান পায় মাঝারি সংগ্রহ।
জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চাতারা নেন ৩টি উইকেট ও শন উইলিয়ামস নেন ২ উইকেট।
এদিকে পাকিস্তানের দেয়া ২৩৬ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তাদের দুই ওপেনারকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে ওঠে জিম্বাবুয়ে। মাসাকাদজা ২৯ এবং টেইলর ৫০ রান করে আউট হন।
কিন্তু পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে জিম্বাবুয়ে। বোলিং-এ গতির ঝড় তুলে মোহাম্মদ ইরফান নেন ৪ উইকেট ও ওহাব রেজা নেন ৪ উইকেট।