আন্তর্জাতিক ডেস্ক, সময় সংবাদ বিডি :
ইয়েমেনে অপহৃত নূর আহমদ নিকবাখট নামে এক ইরানি কূটনীতিককে ১৮ মাস পর মুক্তি দিয়েছে সন্দেহভাজন জঙ্গি সংগঠন আল-কায়েদা। ইতোমধ্যে তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তেহরানে তার আত্মীয়-স্বজন ও কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছে।
বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ইয়েমেনে অপহরণ ১টি সাধারণ ঘটনা। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা দেশটিতে প্রায়ই অপহরণের কাজ করে থাকে। তাই জঙ্গিদের সাথে দেশটির সরকারি বাহিনীর যুদ্ধ করে আসছে।
কর্মকর্তারা জানান, নূর আহমদের মুক্তি ইরানের জন্য ১টি অন্যতম সাফল্য।
ইরানের আরব ও আফ্রিকান বিষয়ক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের গোলযোগপূর্ণ অঞ্চলে সিরিজ অভিযান চালানোর পর নূর আহমদকে মুক্তি দেয়া হয়।
এদিকে ইয়েমেনে গোলযোগের কারণে গত মাসে দেশটির রাজধানী সানা থেকে সৌদি আরবসহ কিছুসংখ্যক পশ্চিমা দেশ তাদের দূতাবাস বন্ধ করেছে।
প্রসঙ্গত, ইয়েমেনের শিয়াপন্থি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাত নিরসনে মধ্যস্ততা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।