বাড়িজাতীয়অন্ধকারে অর্ধশত গ্রাহক, এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে

অন্ধকারে অর্ধশত গ্রাহক, এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে

index_16416

পাপন বসাক, সময় সংবাদ বিডি-

নাটোরঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে চার দিন ধরে অন্ধকারে পড়েছে ৫২ জন গ্রাহক। এতে চরম বিপাকে পড়ছে এসএসসি পরীক্ষার্থী ও ব্যবসায়ীরা।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে জোনাইল বাজারের পশ্চিমাংশের একটি ট্রান্সফরমার পুড়ে যায়। এতে ট্রান্সফরমারের আওতায় থাকা ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৭টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বুধবার অবহিত করলে বৃহস্পতিবার পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা ট্রান্সফরমার ক্রয় বাবদ ৬৯ হাজার এবং মেরামত বাবদ ৩০ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়।কিন্তু তাৎক্ষনিক টাকা জমা দিতে না পারায় শুক্র, শনি আরো দুই দিন অন্ধকারে থাকতে হচ্ছে তাদেরকে।

এসএসসি পরীক্ষার্থী আদিত্য সময় সংবাদ বিডিকে বলেন, বিদ্যুতের আলো না থাকায় মোমের আলোয় পড়তে খুব অসুবিধা হচ্ছে। আবার কম আলো হওয়ায় তারাতারি ঘুম চলে আসে।

ইলেকট্রনিক্স মেকার সুমির কুমার বলেন, গত চার দিন ধরে দোকারে সব কাজ বন্ধ। এর কারনে ব্যবসায়ীদের লোকশানের সাথে গ্রাহকদের হয়রান হতে হচ্ছে।

এ ব্যাপারে গুরুদাসপুর জোনাল অফিসের এজিএম (ইঞ্জিনিয়ার) ইমদাদুল হক  সময় সংবাদ বিডিকে বলেন, বিধি মোতাবেক পরিদর্শন করে ট্রান্সফরমার ক্রয় ও মেরামত বাবদ টাকা জমা দিতে বলা হয়েছে। গ্রাহক টাকা জমা করা মাত্রই ট্রান্সফরমার লাগিয়ে দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img