স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
সকাল ৯ টায় শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এর পরের দিন শনিবার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
এবার সারা দেশে তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১০ টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রশাসনিকভাবেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএসসি পরীক্ষার নিরাপত্তা জোরদার করার জন্য সারাদেশে ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরুর কথা ছিল ২ ফেব্রুয়ারি। ওইদিন হরতাল থাকায় তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার শুরু করা হচ্ছে।
অন্যদিকে একই কারণে বুধবারে (৪ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবারে (৭ ফেব্রুয়ারি) নিয়ে আসা হয়।
তবে এসএসসি শুরু হওয়া ও সম্পন্ন হওয়া দুটি বিষয় নিয়েই উদ্বেগের ঘাটতি নেই।