স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এ কে এম নুরুন্নবীকে অপসারণ ও অন্যান্য দাবি নিয়ে তিন মাস টানা কর্মসূচির পর অবশেষে আমরণ অনশনের ২৮ দিন পর তা ভাঙলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাংশ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর অনুরোধে আন্দোলনরত শিক্ষকরা অনশন ভাঙেন।
তবে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান জানান, ক্যাম্পাসে চব্বিশ ঘন্টা তাদের অবস্থান কর্মসূচি চলবে।
শিক্ষকদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। সেশন জটে নাকাল বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী। এমনকি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এরআগে স্থানীয় সুধীমহল অনশন স্থগিত ও উভয়পক্ষকে সমাধানের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেয়। সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা, কারমাইকেল কলেজের সাবেক ভিসি আলাউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনশনকারীদের সঙ্গে আলোচনা করতে যান।
আলোচনার এক পর্যায়ে তারা অনশনরত শিক্ষক-শিক্ষার্থীদের চেয়ার ভাঙচুর করতে থাকেন। এসময় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর আন্দোলনকারীদের পক্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে নির্বিচারে গাড়ি ভাঙচুর করে।
এতে বাধা দিলে পুলিশের উপর হামলার চেষ্টা করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানের শরিফুল ইসলামসহ ছাত্র, শিক্ষক ও কর্মচারীসহ ৩০ জন আহত হন।