স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চলতি অর্থবছরের প্রথম আট মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ১১৭ কোটি ৮৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা চার বছরে সংশ্লিষ্ট মাসের মধ্যে সর্বোচ্চ। টানা দুই মাস ধরে দেশজুড়ে অর্থনৈতিক অচলাবস্থার মাঝে রেমিট্যান্সের এ প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশে ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা ৯৯০ কোটি ৯০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৯২০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছর ৭ দশমিক ৬৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০১৩-২০১৪ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১১৭ কোটি ৩১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সে অনুয়ায়ী গত ফেব্রুয়ারিতে পূর্ববর্তী ফেব্রুয়ারির তুলনায় ৫৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস বলেন, ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় রেমিট্যান্স সাধারণত কম আসে। তবে ঈদ-কোরবানের মতো কোনো ধরনের উৎসব না থাকা সত্ত্বেও রেমিট্যান্স গত বছরের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে রেমিট্যান্সের ধারা ইতিবাচক।