স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোসাফফাহ ৭নং প্রথম গলিতে একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডে ১০জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ১০ জনের লাশ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় সনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। আহতদেরকে আবুধাবির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীরাও রয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
আবুধাবী দূতাবাসের লেবার কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন জানান, ওই ভবনের নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের দোকানের উপরে বাসস্থানে সবাই ঘুমিয়ে ছিলেন। নিহতদের কয়েকজন ভারতীয় নাগরিক বাকি বেশির ভাগ বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের রাউজানে।